রোববার , ০৫ অক্টোবর ২০২৫
Sunday , 05 October 2025
২০২৫৭ ২০২৫৩ ২০২৫১

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯, ২ অক্টোবর ২০২৫

নতুন মালিকের বেঙ্গালুরুতে বিরাট কোহলি কি খেলবেন?

নতুন মালিকের বেঙ্গালুরুতে বিরাট কোহলি কি খেলবেন?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) মালিকানা পরিবর্তন হতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজটিতে সর্বশেষ আসরেই প্রথমবার আইপিএল শিরোপা জিতেছে। নতুন মালিকানা মানেই দলে আসবে পরিবর্তন। এমন পরিস্থিতিতে অনেকের প্রশ্ন, নতুন মালিকদের অধীনে কি বিরাট কোহলি খেলবেন?

রাজত পাতিদারের নেতৃত্বে চলতি বছরের শুরুতে পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএলের ১৮তম আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় আরসিবি। তবে শিরোপা উদযাপন ঘিরে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। গত ৪ জুন বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে মারা যান অন্তত ১১ জন সমর্থক, আহত হন পঞ্চাশেরও বেশি। ওই ঘটনার পর থেকেই দলের মালিকানা বিক্রির জল্পনা বাড়তে থাকে।

আরসিবির বর্তমান মালিক ‘ইউনাইটেড স্পিরিটস’, যেটি মূলত ডিয়াজিও নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। ফ্র্যাঞ্চাইজটি কিনতে চাইছেন পুনের সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদার পুনাওয়ালা। তার সংস্থা তৈরি করেছিল কোভিডের  টিকা ‘কোভিশিল্ড’। সেই টিকা নিয়ে অবশ্য অনেক বিতর্কও হয়েছিল। সেই পুনাওয়ালা ‘এক্স’ -এ লিখেছেন, ‘সঠিক মূল্যায়ন হলে @RCBTweets একটি দুর্দান্ত দল…।’

জানা গেছে, আরসিবির বাজারমূল্য ১৭ হাজার ৭৬২ কোটি রুপি। এর আগে গত মঙ্গলবার আইপিএলের প্রথম কমিশনার ললিত মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘বর্তমানে সবচেয়ে লাভজনক বিনিয়োগ সুযোগ হতে পারে আরসিবি কেনা। দলটি শুধু গত মৌসুমে আইপিএল জিতেনি, বিশাল ফ্যানবেস ও শক্তিশালী ম্যানেজমেন্টও রয়েছে। বৈশ্বিক বিনিয়োগ তহবিল বা সার্বভৌম ফান্ডের জন্য এটি সোনার সুযোগ।’

এর আগে আইপিএলে সর্বশেষ মালিকানা পরিবর্তন হয়েছিল গুজরাট টাইটান্সে। স্বাস্থ্য ও জ্বালানি খাতে বিনিয়োগকারী টরেন্ট গ্রুপ সেখানে ৬৭ শতাংশ শেয়ার কিনে নেয়। বাকিটা (৩৩ শতাংশ) রয়ে যায় আইরেলিয়ার হাতে। বলা হচ্ছে, আরসিবি বিক্রি হলে সেটি হবে আইপিএলের ইতিহাসে সবচেয়ে আলোচিত মালিকানা পরিবর্তন। আর তাতে হয়তো নতুন মালিকের অধীনে ব্যাট হাতে মাঠ মাতাবেন বিরাট কোহলি।

সর্বশেষ

জনপ্রিয়