রোববার , ০৫ অক্টোবর ২০২৫
Sunday , 05 October 2025
২০২৫৭ ২০২৫৩ ২০২৫১

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ২ অক্টোবর ২০২৫

হার্দিককে সরিয়ে টি–টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার সাইম আইয়ুব

হার্দিককে সরিয়ে টি–টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার সাইম আইয়ুব

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় ধরনের চমক দেখা দিয়েছে। ভারতের তারকা অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়াকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার সাইম আইয়ুব। বুধবার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে সাইম চার ধাপ এগিয়ে ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন এক নম্বরে, আর হার্দিক নেমে গেছেন দুই নম্বরে, তার পয়েন্ট ২৩৩।

সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছে ভারত। টুর্নামেন্টজুড়ে ব্যাট হাতে ভরসা জোগাতে পারেননি সাইম আইয়ুব। সাত ম্যাচে করেছেন মোটে ৩৭ রান, যার মধ্যে চার ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন। তবে বল হাতে তিনি ছিলেন পাকিস্তানের অন্যতম সেরা অস্ত্র। সাত ম্যাচে ১৬ গড় এবং ৬.৪০ ইকোনমিতে শিকার করেছেন ৮ উইকেট।

পুরো আসরে পাকিস্তানের সবচেয়ে কার্যকরী বোলার ছিলেন সাইম। এ পারফরম্যান্সই তাকে পৌঁছে দিয়েছে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। অন্যদিকে, ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া চোটের কারণে এশিয়া কাপের ফাইনাল খেলতে পারেননি। আসরজুড়ে ব্যাটিংয়ের খুব একটা সুযোগও পাননি, আর বল হাতে ছয় ম্যাচে নিয়েছেন মাত্র ৪ উইকেট। তার ইকোনমি রেট ছিল ৮.৫৭।

সর্বশেষ

জনপ্রিয়