রোববার , ০৫ অক্টোবর ২০২৫
Sunday , 05 October 2025
২০২৫৭ ২০২৫৩ ২০২৫১

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৩৫, ১ অক্টোবর ২০২৫

আপডেট: ১১:৪০, ১ অক্টোবর ২০২৫

সমর্থকদের কারণে জরিমানার মুখে সার্বিয়া

সমর্থকদের কারণে জরিমানার মুখে সার্বিয়া

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণের কারণে সার্বিয়ান এফএ’কে ৮৫ হাজার ইউরো জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। একই সঙ্গে নিরাপত্তা আইন ভঙ্গের কারণে সার্বিয়ার পরবর্তী ম্যাচে স্টেডিয়ামের কিছু অংশে দর্শক প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, ‘বেলগ্রেডে এ মাসের শুরুতে লেজারের ব্যবহার, অশোভন অঙ্গভঙ্গি ও ভাষা ব্যবহার, জাতীয় সংগীতের অবমাননা এবং কিছু সমর্থকের বৈষম্যমূলক আচরণের কারণে সার্বিয়াকে এই শাস্তি দেওয়া হয়েছে।’

শাস্তির কারণে আলবেনিয়ার বিপক্ষে বাছাইপর্বের আগামী ম্যাচে সার্বিয়াকে অবশ্যই ২০ শতাংশ দর্শক কমাতে হবে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, সার্বিয়ান ফুটবল আ্যসোসিয়েশন বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী ১১ অক্টোবর আলবেনিয়ার বিপক্ষে ম্যাচটি এরই মধ্যে বেলগ্রেড থেকে দক্ষিণাঞ্চলীয় শহর লেসকোভাচে সরিয়ে নেওয়া হয়েছে। মাত্র দুই বছর আগে নির্মিত লেসকোভাচের ডুবোসিসা স্টেডিয়ামের ধারণক্ষমতা ৮ হাজারের কিছু বেশি।

বাছাইপর্বে নিজেদের গ্রুপে সার্বিয়া টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষ দুই স্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড ও আলবেনিয়া।

সর্বশেষ

জনপ্রিয়