হংকংয়ে ফিরতি লড়াইয়ে পুরো ফিট তপু বর্মণ

ঘরের মাঠে ৩-৪ ব্যবধানে হারের শুক্রবার হংকং, চায়নায় যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিশ্রাম নিয়ে পরের দিন শনিবার সকালে রিকভারি সেশনের পর বিকেলে অনুশীলন করেছেন হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ারা। মঙ্গলবার হংকংয়ের কাই তাক স্পোর্টস গ্রাউন্ডে স্বাগতিকদের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরা দল।
ওই ম্যাচের প্রস্তুতি নিতে শনিবার কাই পো স্পোর্টস গ্রাউন্ডে অনুশীলন করে পুরো দল। পুরোপুরি ফিট বলে জানিয়েছেন ডিফেন্ডার তপু বর্মণ। যাকে বৃহস্পতিবার ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামান কাবরেরা। তবে ফিরতি ম্যাচে শুরুর একাদশে খেলার মতো অবস্থায় আছেন বলে জানান, ‘আমি এখন শতভাগ সুস্থ। ম্যাচ খেলার মতো আমার সম্ভাবনা ও সামর্থ্য দুটোই হয়েছে।’
তবে এএফসি বাছাই পেরুনোর সম্ভাবনা অনেকটাই ক্ষীণ বাংলাদেশের। তিন খেলায় স্রেফ এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে কাবরেরা দল। তবুও এখান থেকে সুযোগ দেখছেন তপু,
‘এখনো আমাদের সুযোগ আছে। ১৪ তারিখ আমরা দলগত হয়ে পারফর্ম করতে চাই এবং জিততে চাই। জয় ছাড়া আমাদের কোনো বিকল্প নেই, আমরা সেভাবেই মাঠে নামব, সেভাবেই ম্যাচটা শেষ করতে চাই।’
ঘরের মাঠেই ম্যাচটা এক পয়েন্ট নিয়ে শেষ করতে পারত বাংলাদেশ। কিন্তু গোল পরিশোধের পর কয়েক সেকেন্ডের মধ্যে ফের গোল হজম করে পয়েন্ট হারায় দল। সেখান থেকে শিখে পরবর্তীতে এমন অবস্থায় ঘুরে দাঁড়াবে দল, এমনটাই বিশ্বাস তপুর,
‘আমরা যে ম্যাচটা হেরেছি, সেটা অপ্রত্যাশিত। আমাদের আরেকটু মনোযোগী হওয়া উচিত ছিল। শেষ ৩০ সেকেন্ডে আমরা শেষ গোলটা হজম করি। সেখানে আমাদের মনোযোগী ও একটু সেন্সিবল হওয়া উচিত ছিল। কোন সময় ম্যাচটা স্লো করতে হবে, এসব ব্যাপার খুবই ভাইটাল ছিল ওই পরিস্থিতিতে।’
ওই ম্যাচের পরিস্থিতি মূল্যায়ন করে কোচ কাবরেরা বলেন, ‘দ্বিতীয়ার্ধে প্রথম ১৫ মিনিটে ঠিকমতো মানিয়ে নিতে পারিনি। তবে পরিবর্তনগুলোর পর, বিশেষ করে শেষ ৩০ মিনিট খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। এ সময় আমরা ভালো খেলেছি। ম্যাচের একবারে শেষদিকে আবারও আরেকটা ভুল আমাদের হারিয়ে দিয়েছে।’
হারের পর সংবাদ সম্মেলনে কাবরেরা জানান তারা এখান থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম। এবার সেই হংকংয়ের বিপক্ষে ফিরতি লড়াই। প্রতিপক্ষ এক হলেও পরিস্থিতি ভিন্ন। প্রায় ৫০ হাজার স্বাগতিক দর্শকদের সামনে খেলতে হবে জামালদের। তবে এটাকে রোমাঞ্চ হিসেবে নিচ্ছেন বাংলাদেশ কোচ,
‘আমরা এই পরিবেশের সঙ্গে বেশ পরিচিত, হংকংয়ের এমন একটি সুন্দর ভেন্যুতে মুখিয়ে আছি দ্বিতীয় ম্যাচ খেলতে।’