বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
Thursday , 16 October 2025
২০২৫৭ ২০২৫৩ ২০২৫১

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৪১, ১৫ অক্টোবর ২০২৫

আপডেট: ১০:৪১, ১৫ অক্টোবর ২০২৫

‘আমরা এতটা খারাপ দলও না, যতটা খারাপ খেলেছি’

‘আমরা এতটা খারাপ দলও না, যতটা খারাপ খেলেছি’

ওয়ানডে ক্রিকেটে পারফরম্যান্সের হিসেবে শীর্ষ ১০ দলের তালিকায় তলানিতে অবস্থান করছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও যাচ্ছেতাই ভাবে হেরে হোয়াইটওয়াশ হয়েছে। পুরো সিরিজে কোনো ম্যাচেই ৫০ ওভার খেলতে পারেননি বাংলাদেশ। প্রথম ম্যাচে অলআউট ৪৮.৫ ওভারে, দ্বিতীয় ম্যাচে ২৮.৩ ওভারে, আর শেষ ম্যাচে থামে ২৭.১ ওভারে। 

বাংলাদেশি ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। যদিও সংবাদ সম্মেলনে বাংলাদেশকে ‘এতটা খারাপ দল’ বলে মানতে নারাজ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ‘ব্যাটিং ইউনিট হিসেবে যে জায়গাটা আমাদের ইম্প্রুভ করার দরকার, সেই জায়গাটা ইম্প্রুভ করছি না। আমরা এতটা খারাপ দলও না, যত বেশি আমরা খারাপ খেলছি। আমরা সবাই একসঙ্গেই খারাপ খেলছি। অবশ্যই ল্যাকিংস (ঘাটতি) আছে। ল্যাকিংস না থাকলে তো ব্যাক টু ব্যাক এরকম (বিপর্যয়) হবে না।’

একইসঙ্গে এই স্কোয়াডের বাইরে পাইপলাইনে এখনই যে উপযুক্ত বিকল্প নেই– সেই তিক্ত সত্যিটাও জানালেন মিরাজ, ‘দিনশেষে আমাদের যারা ব্যাটসম্যান আছে, এদেরকে নিয়েই আমাদেরকে হয়তো আগাতে হবে। হয়তো অনেক বেশি যে প্লেয়ার বাইরে আছে এরকমও না। আমরা এর আগে তো এত খারাপ খেলিনি। বাট আমরা এতটা খারাপ দলও না, যতটা আমরা বেশিটা খারাপ খেলছি।’

নিজেদের ত্রুটি শুধরে নিতে না পারলে সামনে আরও কঠিন দিন আসছে বলেও শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো যদি আমরা ইম্প্রুভ না করতে পারি, তাহলে আমাদের জন্য আরও অনেক টাফ হবে। এই ম্যাচগুলোতে যে মিস্টেকগুলো করেছি, যদি সেসব ইম্প্রুভ না করতে পারি, সেগুলো যদি আমরা বারবার রিপিট করি, তাহলে আমাদের জন্য আরও ডিফিকাল্ট হবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরবর্তী সিরিজে ৫০ ওভার খেলার লক্ষ্য থাকবে বলেও জানিয়েছেন মিরাজ, ‘যদি আমরা ভালো ক্রিকেট খেলতাম, তাহলে খুবই ভালো লাগত। যেহেতু আমরা ভালো ক্রিকেট খেলিনি, এখানে তো আমাদের অবশ্যই দায় নিতে হবে প্রত্যেকটা প্লেয়ারেরই এবং ক্যাপ্টেন হিসেবে আমারও দায় নিতে হবে। যেহেতু আমরা ভালো ক্রিকেট খেলিনি। তবে আমি এখনও আশা করছি যে আমাদের টিমটা কামব্যাক করবে এবং আশা করি নেক্সট সিরিজ থেকেই সেটা হতে পারে ইনশাআল্লাহ।’

আধুনিক ক্রিকেটের এই যুগে এসেও পুরো ৫০ ওভার কীভাবে খেলা যায় সেই ভাবনায় মিরাজ, ‘আমি বিশ্বাস করি এবং দলকে আমি ওইভাবেই বুস্ট-আপ করব, আশা করব ভবিষ্যতে দর্শকদেরকে ভালো ম্যাচ উপহার দেওয়ার জন্য। ৫০ ওভারের ম্যাচে অবশ্যই আমাদের টার্গেট থাকবে পুরো ওভার খেলার জন্য। আমরা যে লাস্ট ওডিআই ম্যাচগুলো খেলেছি, আমরা ৫০ ওভার খেলতে পারিনি। সো আমরা সেভাবেই প্ল্যান করছি যে কীভাবে ৫০ ওভার খেলা যায়।’

সর্বশেষ

জনপ্রিয়