দায় দলের মধ্যে বণ্টন করে নিজের সাফাই গাইলেন ক্যাবরেরা

তিন বছরের বেশি সময় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্বে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তার দল গঠন, খেলোয়াড় পরিবর্তন বরাবরই প্রশ্নবিদ্ধ। আজ হংকংয়ের বিপক্ষে আবারও ক্যাবরেরার একাদশ গঠন নিয়ে চলছে বিস্তর সমালোচনা।
এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইয়ে অসাধারণ খেলেছেন আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ। তাকে কোচ নামিয়েছিলেন ৭৫ মিনিটের পর। তিনি লেফট ব্যাক হিসেবে নামার পর খেলার চিত্রই বদলেছে। সামিত, ফাহমিদুলও খেলার গতি পরিবর্তন করেছেন আবার জামাল ভূঁইয়া নামার পর ডিফেন্সিভ মিডও হয়েছে শক্তিশালী। অথচ কোচ তাদের প্রথমার্ধে বসিয়ে রেখেছিলেন।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে তার কৌশল ও একাদশ গঠনের ভুলেই হারের পরিণতি কিনা এমন প্রশ্ন হয়েছিল। তিনি উল্টো বলেছেন,‘ কোনো সন্দেহ ছাড়াই প্রথমার্ধ বাংলাদেশের জন্য সেরা ছিল। আমি যত দিন বাংলাদেশে আছি। এর মধ্যে এই ম্যাচের প্রথমার্ধেই সেরা ফুটবল হয়েছে। ফলে লাইন আপ ঠিক ছিল। দ্বিতীয়ার্ধে প্রথম ২০-৩০ মিনিট তারা আমাদের চেয়ে এগিয়ে ছিল। এরপর জামাল নামার পর ভালো খেলেছে। যারা বদলি নেমেছে তাদের প্রতিও আমি সন্তুষ্ট।’
জায়ান আহমেদ বিশ মিনিটের মতো খেললেও মুগ্ধতা ছড়িয়েছেন। তারা গতি, পাসিং, চেজিং সবাইকে মুগ্ধ করেছে। জায়ানকে একাদশে না রাখার কারণ নিয়ে কোচের যুক্তি,‘ সাদ ডুয়েলে ভালো। এভারটন (হংকং) যখন ক্লান্ত তখন জায়ানকে নামানো হয়েছে। সে ভালোই খেলেছে। ’ সামিত দ্বিতীয়ার্ধে দারুণ প্রাণবন্ত খেলেছেন। তাকে প্রথমে না নামানোর ক্ষেত্রে যুক্তি দেখিয়েছেন,‘ সে মাঝে দুই মাস খেলার বাইরে ছিল। বাংলাদেশে গত পরশু রাতে এসেছে। তার সঙ্গে আলোচনা করেই দ্বিতীয়ার্ধের পরিকল্পনা করা হয়েছিল।’
এশিয়া কাপ বাছাইয়ে তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট মাত্র ১। চার দলের গ্রুপে লাল-সবুজদের অবস্থান সবার নিচে। হংকং তিন ম্যাচে ৭ পয়েন্টে শীর্ষে। বাস্তবিক অর্থে বাংলাদেশের এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ান হয়ে এশিয়া কাপে খেলা অসম্ভবের পর্যায়ে। হামজা-সামিত আসার পর এশিয়া কাপ খেলার স্বপ্ন উকি দিয়েছিল ৪৫ বছর পর আবার। তিন ম্যাচ শেষে সেটা এখন উবে গেছে। এই ব্যর্থতার দায় কার ? এমন প্রশ্নে কোচ ক্যাবরেরা সবার মধ্যেই দায় বণ্টন করলেন,‘ আমি দায় নিচ্ছি পাশাপাশি সামগ্রিক দলেরও দায়। মূলত দায়টা আমার।’
দায় নিয়ে আবার আশার বাণী শুনিয়েছেন। আগামীকাল দুপুরে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে দেশ ছাড়বে। সেই ম্যাচেও তিন পয়েন্টের আশার বাণী শুনিয়েছেন,‘ আমাদের হংকংয়ের বিপক্ষে আরেকটি ম্যাচ রয়েছে। সেটা জয়ের জন্যই যাব আমরা।’