রোববার , ০৫ অক্টোবর ২০২৫
Sunday , 05 October 2025
২০২৫৭ ২০২৫৩ ২০২৫১

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২, ৩ আগস্ট ২০২৫

আবার প্রেমে মজেছেন ‘ঝিলিক’

আবার প্রেমে মজেছেন ‘ঝিলিক’
ছবি: সংগৃহীত

এক সময়ের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘মা’-এর ‘ঝিলিক’ চরিত্রের মাধ্যমে ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন তিথি বসু। ছোটবেলার সেই ঝিলিক এখন বড় হয়েছেন, অভিনয় থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিথি। এবার সামনে এলো তার জীবনের এক নতুন অধ্যায়—আবার প্রেমে পড়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রেমিকের সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট করেছেন তিথি। তবে প্রেমিকের মুখটি স্টিকার দিয়ে আড়াল করে দিয়েছেন অভিনেত্রী। কেন এই রহস্য? তিথির ভাষায়, “আমি নজর লাগাতে খুব বিশ্বাসী। তাই এখনই দুই জনের ছবি পোস্ট করতে চাই না। কিন্তু দুইজনের ছবি পোস্ট করতেও ইচ্ছা করে, পোস্ট করলাম।”

তিথি জানিয়েছেন, ভ্লগিং করতে গিয়েই তাদের পরিচয় হয়, এরপর ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠতা। তার নতুন প্রেমিকের নাম শুভজিৎ চক্রবর্তী। তিনি মিডিয়ার কেউ নন, একেবারেই ভিন্ন পেশার মানুষ। আগে চাকরি করলেও এখন ব্যবসায়িক জীবনে পা রেখেছেন শুভজিৎ।

তিথি স্পষ্ট জানিয়েছেন, আপাতত প্রেম নিয়েই থাকতে চান তারা। বিয়ের ব্যাপারে এখনই কোনো পরিকল্পনা নেই।

সর্বশেষ

জনপ্রিয়