রোববার , ০৫ অক্টোবর ২০২৫
Sunday , 05 October 2025
২০২৫৭ ২০২৫৩ ২০২৫১

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৯:৫২, ২ আগস্ট ২০২৫

বুবলীকে ‘ময়না’ নামে ডাকতে চান কোনাল

বুবলীকে ‘ময়না’ নামে ডাকতে চান কোনাল
ছবি: সংগৃহীত

গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস এর গান ‘ময়না সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি দিয়ে প্রথমবার একক কোনো মিউজিক ভিডিওতে পারফর্ম করেছেন চলচ্চিত্র অভিনেত্রী শবনম বুবলী। এতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয় ডি রকস্টার। ইউটিউবে গানটির ভিডিও প্রকাশের পর এখন পর্যন্ত আট লাখের বেশি দর্শক দেখেছেন।

 

ময়না গানে বুবলীর সঙ্গে পারফর্ম করেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। ‘ময়না শিরোনামের গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন আকাশ সেন।

 

কণ্ঠশিল্পী কোনালের গানে ঠোঁট মিলিয়েছেন বুবলী। এর আগেও কোনালের গাওয়া একাধিক গানে ঠোঁট মিলিয়েছেন বুবলী। তবে সিনেমার বাইরে কোনো গানে এই প্রথম কোনালের গানে পারফর্ম করলেন তিনি।

 

জানা যায়, ব্যক্তিগতভাবে কোনালের সঙ্গে বেশ ভালো সম্পর্ক বুবলীর। বুবলী কোনালকে ‘আপু  সম্বোধন করেন।  আর কোনাল বুবলীকে ‘বুবলী বলেই ডাকেন। তবে তিনি এখন থেকে বুবলীকে ‘ময়না নামে ডাকতে চান।

 

 

একটি সাক্ষাৎকারে কোনাল বলেন, ‘‘বুবলী আমাকে আপু বলে ডাকে, আমি তাকে বুবলী বলেই ডাকি। কিন্তু এখন থেকে মনে হয় তাকে ‘ময়না ডাকতে হবে।

 

 

এর আগে কোনালের গাওয়া ‘‘মেঘের নৌকা’’ গানে পারফর্ম করে ব্যাপক প্রশংসা পান বুবলী।

সর্বশেষ

জনপ্রিয়