গোলেও-মিসেও পেনাল্টি জগতের রাজা রোনালদো

শনিবার রাতে বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে রুবেন নেভেসের শেষ মূহুর্তের গোলে ১-০ গোলের জয় পায় পর্তুগাল।
পেনাল্টিতে গোল করতে না পারা খেলোয়াড়ের তালিকায় সবার উপরে রোনালদো। সব মিলিয়ে এখন পর্যন্ত ৩৪টি পেনাল্টি মিস করেছেন তিনি। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি মিস করেছেন ৩২ পেনাল্টি। শুটআউট বাদ দিলে, রোনালদোর সফল পেনাল্টির হার ৮৪ শতাংশ, মেসির ৭৮ শতাংশ।
ক্যারিয়ারে পেনাল্টি থেকে ১৭৮ গোল করেছেন রোনালদো। মেসির পেনাল্টি গোল ১১১টি। পেনাল্টি থেকে গোল করায় মেসির চেয়ে এগিয়ে রোনালদো। তাঁর মোট গোলের ১৮.৮২ শতাংশ পেনাল্টি থেকে এসেছে; সেখানে মেসির মোট গোলের ১২.৫৬ শতাংশ আসে পেনাল্টি থেকে।
মোট গোলে সবার উপরে রোনালদো। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ২২৪ ম্যাচে ১৪১ গোল পর্তুগিজ সুপারস্টার রোনালদো। ১৯৪ ম্যাচে ১১৪ গোল করে দ্বিতীয় স্থানে আর্জেন্টাইন তাঁরকা মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২৯০ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা ৯৪৬; সেখানে মেসি ১১৪৬ ম্যাচ খেলে গোল করেছেন ৮৮৪ টি।