৮ নম্বর ব্যাটারের রেকর্ড ইনিংসে প্রোটিয়াদের কাছে হারল ভারত

দুই দলের ভিন্ন দুই ইনিংস, যেন একটি আরেকটির কপি (নকল)। ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত ও দক্ষিণ আফ্রিকার ইনিংস অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কা ছিল। কিন্তু দুই দলকেই সেই পরিস্থিতি থেকে উদ্ধার করলেন ৮ নম্বর ব্যাটার রিচা ঘোষ ও নাদিনে ডি ক্লার্ক। তবে দুজনের লড়াইয়ে শেষ হাসি হাসলেন প্রোটিয়া অলরাউন্ডার ডি ক্লার্ক। উভয়েই অবশ্য ৮ নম্বর বা তার নিচের সারির ব্যাটারদের হিসাবে রেকর্ডও গড়েছেন।
নারী বিশ্বকাপে গতকাল (বৃহস্পতিবার) ভিশাখাপত্নমে আগে ব্যাট করতে নেমে ভারত মাত্র ১০২ রানেই ৬ উইকেট হারিয়ে বসে। শেষ পর্যন্ত রিচা ঘোষের ৯৪ রানের ভর করে স্বাগতিকরা ২৫১ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায়। সেই লক্ষ্য তাড়ায় বিপর্যয়ে পড়ে আফ্রিকান মেয়েরাও। তারা ৫ উইকেট হারায় ৮১ রানে। অধিনায়ক লরা উলভার্টের হাফসেঞ্চুরির পর অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলে নাদিনে ডি ক্লার্ক তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছেন। প্রোটিয়ারা জিতল ৭ বল এবং ৩ উইকেট হাতে রেখে।
মেয়েদের আন্তর্জাতিক ওয়ানডেতে ৮ নম্বর বা এর পরের পজিশনে ব্যাট করতে নেমে এতদিন সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলার রেকর্ড ছিল। চলতি বছরই দক্ষিণ আফ্রিকার ক্লো ট্রায়ন শ্রীলঙ্কার বিপক্ষে ওই ইনিংস খেলেন। গতকাল রিচা-ডি ক্লার্ক দুজনেই পিছিয়ে দিয়েছেন তাকে। ৯৪ রান করা ভারতীয় ব্যাটার রিচা ঘোষ অবশ্য এই রেকর্ডে সবার ওপরে আছেন। অপরাজিত ৮৪ রান করা ডি ক্লার্ক আছেন তার পরের অবস্থানে।
টস হেরে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৫ রান করে ভারত। ২৩ রানে স্মৃতি মান্দানার বিদায়ে সেই জুটি ভাঙে। এরপর নিয়মিত বিরতিতে আউট হয়েছেন হার্লিন দেওল (১৩), প্রতিকা রাওয়াল (৩৭), জেমিমাহ রদ্রিগেজ (০), হরমনপ্রিত কৌর (৯) ও দিপ্তী শর্মা (৪)। আমানজত কৌরও ১৩ রানের বেশি করতে পারেননি। ভারত ১৫৩ রানে ৭ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায়। সেখান থেকে ৮৮ রানের জুটিতে তাদের টেনে তোলেন রিচা ও স্নেহ রানার জুটি। রানা ২৪ বলে ৩৩ রান করেন।
শেষ ওভারে আউট হওয়ার আগে রিচা ঘোষ ৭৭ বলে ১১ চার ও ৪ ছক্কায় ৯৪ রান করেন। ১ বল বাকি থাকতেই ভারত গুটিয়ে যায় ২৫১ রানে। বিপরীতে প্রোটিয়াদের পক্ষে ক্লো ট্রায়ন সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। মারিজ্যান ক্যাপ, ডি ক্লার্ক ও এঙ্কুলুলেকো ম্লাভা নেন ২টি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাজমিন ব্রিটসকে (০) হারায় দক্ষিণ আফ্রিকা। অল্প সময়ের বিরতি দিয়ে ফিরেছেন সুনে লুস (৫), মারিজ্যান ক্যাপ (২০), অ্যানেকি বস (১) ও সিনালো জাফটা (১৪)। এরপর একপ্রান্ত আগলে রাখা অধিনায়ক লরা উলভার্ট ৬১ রানের জুটি গড়েন ট্রায়নের সঙ্গে। লরার বিদায়ে সেই জুটি ভাঙে, এর আগে তিনি ১১১ বলে ৮ চারের সাহায্যে ৭০ রানের ইনিংস খেলেন। ক্লো ট্রায়নের সঙ্গে এরপর ৬৯ রানের জুটি বাঁধেন আট নম্বরে নামা ডি ক্লার্ক। ট্রায়ন আউট হন ৪৯ রানে।
শেষ পর্যন্ত অপরাজিত থেকে প্রোটিয়াদের জয় নিশ্চিত করেছেন ডি ক্লার্ক। ৫৪ বলে ৮ চার ও ৫ ছক্কায় ৮৪ রানের হার না মানা ইনিংস খেলেছেন। এটি বিশ্বকাপে প্রোটিয়া মেয়েদের তিন ম্যাচে দ্বিতীয় জয়। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে তারা আসর শুরু করেছিল। এদিকে, ভারতের পক্ষে এদিন দুটি করে উইকেট নেন ক্রান্তি গৌড় ও স্নেহ রানা।