রোববার , ০৫ অক্টোবর ২০২৫
Sunday , 05 October 2025
২০২৫৭ ২০২৫৩ ২০২৫১

প্রবাসন ডেস্ক

প্রকাশিত: ২১:৪০, ২৪ জুলাই ২০২৫

আপডেট: ২১:৪০, ২৪ জুলাই ২০২৫

সেফুদা কোথায়, কে জানে খবর? ফেসবুকে চলছে শুধু গুজবের জ্বর

সেফুদা কোথায়, কে জানে খবর? ফেসবুকে চলছে শুধু গুজবের জ্বর

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আলোচিত প্রবাসী ব্যক্তিত্ব সেফাত উল্লাহ ওরফে সেফুদার মৃত্যুর খবর। অনেকেই নিজেদের ফেসবুক আইডি এবং পেজে তার মৃত্যুসংবাদ পোস্ট করে শোক প্রকাশ করতে থাকেন। তবে দিনশেষে এ গুজবের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সেফুদার নিজস্ব ফেসবুক আইডিতে সর্বশেষ পোস্ট পাওয়া যায় ৫ জুলাই। ওই পোস্টে তিনি লেখেন, ২৮ জুলাই দেশে ফিরছি উইথ ভাগিনা। এরপর থেকে তার কোনো নতুন আপডেট দেখা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তিনি অস্ট্রিয়ায় স্থানীয় সময় বিকেল ৩টায় মারা গেছেন। কেউ কেউ ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে এ তথ্য শেয়ার করলেও কোনো প্রামাণ্য উৎস থেকে তা নিশ্চিত হওয়া যায়নি।

অনেকেই আবার এই খবরকে গুজব আখ্যা দিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ এর আগেও একাধিকবার তার মৃত্যুসংবাদ ভাইরাল হয়েছিল, যা পরে মিথ্যা প্রমাণিত হয়।

এই মুহূর্তে তার কোনো আত্মীয়-স্বজন কিংবা বিশ্বস্ত সূত্র থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যায়নি। ফলে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অনেকেই বলছেন, তিনি যদি সত্যিই জীবিত থাকেন, তাহলে হয়তো আবার ফেসবুক লাইভেই দেখা যাবে তাকে।

উল্লেখ্য, ২০২০ সালের দিকে নানা বিতর্কিত মন্তব্য ও ভিডিওবার্তার মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়ে ওঠেন প্রবাসী বাংলাদেশি সেফুদা।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: