রোববার , ০৫ অক্টোবর ২০২৫
Sunday , 05 October 2025
২০২৫৭ ২০২৫৩ ২০২৫১

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহ

প্রকাশিত: ২১:১২, ২৯ মার্চ ২০২৫

হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন ফিরিয়ে দিলেন রাজশাহীর পুলিশ সুপার

হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন ফিরিয়ে দিলেন রাজশাহীর পুলিশ সুপার

হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন ফিরিয়ে দিলেন রাজশাহীর পুলিশ সুপার

ওবায়দুল ইসলাম রবি রাজশাহী 

২৯ মার্চ সকাল ১১:০০ টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম উদ্ধারকৃত ২৪টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিলেন।
ওই সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: শরিফুল ইসলাম-সহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ। 

রাজশাহী জেলার ৮ টি থানায় ফোন হারানো ২৪ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল ২৪ টি মোবাইল ফোন উদ্ধার করেন। 

হারিয়ে যাওয়া ২৪ টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ৫ টি, স্যামস্যাং ৩ টি, শাওমি ৭ টি, রিয়েলমি ৪ টি, ইনফিনিক্স ১ টি, ওয়ালটন ১ টি, টেকনো ১ টি, নোকিয়া ১ টি ও ১টি হুয়াই ব্র্যান্ডের। 

মোবাইল বিতরণের সময় পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।

হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ তাই অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

সর্বশেষ

জনপ্রিয়